হলিউড

নতুন গানে বাজিমাত করলেন শাহরুখ-দীপিকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
নতুন গানে বাজিমাত করলেন শাহরুখ-দীপিকা

বেশরম রঙ’’ এর উত্তাল পরিস্থিতি এখনো কেটে ওঠেনি। এরমধ্যে প্রকাশিত হলো বলিউড বাদশার মুক্তির অপেক্ষায় থাকা ‘’পাঠান’’ সিনেমার দ্বিতীয় গান। যা দর্শক ভক্তরা বেশ উচ্ছাসের সাথেই গ্রহন করেছে বলা যায়।

‘’ঝুমে জো পাঠান’’ শিরোনামে এই গান প্রকাশে পর ঝড়ের বেগে পৌছে যায় মানুষের কাছে। সোশ্যাল মিডিয়া প্লাট ফর্ম ইউটিউবে গানটি কয়েক কোটিবার দেখা হয়েছে।

এতেই বোঝা যায় পুর্বের মুক্তি প্রাপ্ত গান বেশরম রঙ এর বিতর্কের ঝড়ে মুম্বাই বাদশার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি।

বলিউডের গ্লামার সিনেমা পছন্দ করা দর্শকদের কাছে দীপিকা- শাহরুক জুটির সদ্য প্রকাশিত গানটি রীতিমত ভক্তদের প্রশংসনীয় মন্তব্যে ভরে উঠেছে।

‘’ঝুমে জো পাঠান’’এ দীপিকার নাচের ছন্দ যে কারো নজর কাড়বে। বর্তমান সময়ের অনেক উঠতি নায়িকা অনবদ্য দীপিকাকে দেখে আবার আবাক হয়েছেন।

অর্জিত সিং, সুকৃতি কাক্কার, বিশাল ও শেখরের গাওয়া এই গানের কোরিওগ্রাফি, পোশাক বিন্যাস, অসাধারণ সব স্থান নির্বাচন সব কিছু দর্শকের প্রত্যাশা পুরনে সফল বলা যায়।

সেই সাথে অগনিত তরুণীর ক্রাশ শাহ্রুখ খান দেখিয়েছেন তার অসাধারণ নাচের শৈলী আর দৈহিক সৌন্দর্য্যে। দুইজনকে একসাথে দারুন আবেদনময়ী লেগেছে বলেও দর্শকেরা মন্তব্য করেন।

৩ মিনিট ২২ সেকেন্ডের এই গানটি নিঃসন্দেহে বেশ ব্যয়বহুল সেটা বলার অপেক্ষা রাখে না। শাহরুক- দীপিকা ছাড়াও গানটিতে শতাধিক সহযোগী শিল্পীর অংশগ্রহন ছিল চোখে পড়ার মতো। বাহারী রঙের পোশাকে তাদের সঙ্গও সবার নজর কেড়েছে।

বেশরম রঙ এরপর পাঠান এর দ্বিতীয় গান নিয়ে নেটিজানরা ইতিবাচক মন্তব্যে করে বলেন, ‘শাহরুখের মোহনীয় চেহারা, অরিজিতের শক্তিশালী কণ্ঠ এবং দীপিকার সৌন্দর্য, এই তিনের সমন্বয়ে সত্যিই প্রশংসার দাবিদার ‘’ঝুমে জো পাঠান’’

সিনেমার দ্বিতীয় মুক্তি প্রাপ্ত এই গান প্রসঙ্গে পরিচালক সিদ্ধার্থ বলেন, ‘’ঝুমে জো পাঠান’’ গানটি পাঠানের স্পিরিট নিয়ে লেখা ও সুর করা।

এই গানে শাহরুখের এনার্জি, ভাইব ও কনফিডেন্স আর দীপিকার অসাধারণ লুক দেখে যে কেউ নেচে উঠবে। যেটা দর্শকদের সিনেমার প্রতি আরো আগ্রহ তৈরি করবে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সুত্রে জানা যায়, কাওয়ালি ঢঙ্গয়ের এই গান মূলত পাঠানের স্টাইলের সেলিব্রেশন এর জন্যেই নির্মান করা হয়েছে।গানটি প্রথমবার শুনেই মজে যান শাহরুখ। আর এই জুটির সত্যিই বাজিমাত করেছে ‘’ঝুমে জো ‘’পাঠান’’ এ।

এর আগে গত ১২ ডিসেম্বর হিন্দী এবং তামিল ভাষায় মুক্তি পায় ‘’পাঠান’’ এর প্রথম গান ‘’বেশরম রঙ’’। ঐই গানটিও দর্শক দারুন পছন্দ করে।

তবে দীপিকার অতিমাত্রায় খোলামেলা পোশাক আর মাত্রাতিরিক্ত আবেদন ছড়ানো নৃত্যভঙ্গিমার কারনে মুক্তির পরই তুমুল বিতর্কে জড়ান। দীপিকা-শাহ্রুখের বিরুদ্ধে আন্দোলনও হয়েছে ভারতের বেশ কিছু যায়গাতে।

তাছাড়াও মধ্যপ্রদেশের একটি মুসলিম সংগঠন সহ বেশ কিছু হিন্দু সংগঠনও রীতিমত এই সিনেমা বয়কট এর ডাক দিয়েছে। তাদের দাবি, এ ছবি মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করবে।

বহুবছর পর বলিউডে কোন সিনেমা মুক্তির আগে এতো বিতর্কের সম্মুখীন হলো। আর এইসবের কারনে রীতিমত দর্শক- ভক্ত সহ সিনেমা পাড়ার সবার কাছেও ‘’পাঠান’’ কাঙ্ক্ষিত সিনেমা হয়ে উঠেছে।

তাই সবাই দারুন প্রত্যশা নিয়ে “পাঠান” এর মুক্তির অপেক্ষায় আছে। সব বাঁধা চড়াই উৎরায় ‘’পাঠান’’ নতুন বছরে নির্ধারিত তারিখে মুক্তি দিতে পারবে কিনা বলি বাদশা, সেটাই দেখার বিষয়!!