ভারতের বিখ্যাত তামিল প্রযোজক রবীন্দ্র চন্দ্র শেখরন সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী মহালক্ষ্মীর সাথে।
ছবির শুটিং সেটে পরিচয়, সেখান থেকে প্রেম, এরপর চূড়ান্তভাবেই তামিল এই প্রযোজকের ঘরের লক্ষ্মী হয়ে গেলেন অভিনেত্রী ভি জে মহালক্ষ্মী।
গত বৃহস্পতিবার সকাল ১১ টায় ভারতের অন্ধ্রপ্রদেশের তিরোপতিতে বিয়ে করেন তারা। বিয়েতে উপস্থিত ছিলেন উভয় পক্ষের কাছের মানুষজন।
প্রযোজক নিজেই তার ইন্সটাগ্রাম একাউন্ট থেকে স্ত্রীর সাথে তোলা বিয়ের কিছু ছবি প্রকাশ করলে মুহূর্তেই সাড়া পড়ে যায় নেট দুনিয়ায়। ছবিতে ঐতিহ্যবাহী বিয়ের পোষাকে হাস্যজ্জ্বল অবস্থায় দেখা যায় তাদের।
ঐতিহ্যবাহী লাল রঙের কাঞ্জিভরম শাড়ি, সঙ্গে সবুজ রঙের ব্লাউজ ও সোনার গয়নায় সেজে উঠেছেন মহালক্ষ্মী। রবীন্দ্র নিয়েছেন ভারতের ঐতিহ্যবাহী বরের সাজ।
রবীন্দ্র এবং মহালক্ষ্মীর প্রথম দেখা হয় রবীন্দ্রর প্রডাকশন হাউজ থেকে নির্মিত থ্রিলার ছবি, "ভিদিয়াম ভারাই কাথিরু" র সেটে।
আর এই ছবির শ্যুটিং চলাকালীন একে অপরের প্রেমে পড়েন তারা। দীর্ঘদিনের প্রেম শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই জুটি।
ভক্তদের উদ্দেশে দিয়েছেন বিশেষ বার্তা মহালক্ষ্মী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী বলে মনে হচ্ছে। আমার জীবন ভালোবাসায় পরিপূর্ণ হয়েছে।
ভালোবাসার মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে স্বাভাবিকভাবেই খুশি এই অভিনেত্রী।
অপরদিকে প্রযোজক রবীন্দ্রর চন্দ্রশেখরণ লিখেছেন, 'মহালক্ষ্মীর মতো কেউ যদি জীবনসঙ্গিনী পায় তাহলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে।'
চেন্নাইয়ের মেয়ে মহালক্ষ্মীর সাথে রবীন্দ্রের বয়সের পার্থক্য প্রায় বিশ বছর। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে।
তামিল ইন্ডাস্ট্রিতে অন্যতম দাপুটে প্রযোজক রবীন্দ্র শেখরন। দক্ষিণী সিনেমা পাড়ার বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান "লিবরা প্রোডাকশন" এর মালিক তিনি।
"সুত্তা কাড়াই", "নালানাম নান্দিনিয়াম", "নাতপেন্না ইন্নেনু", 'থেরিওমা' র মতো অসাধারন সব চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি।
এছাড়া বেশ কিছু ছবি তিনি পরিচালনাও করেছেন। পর্দায়ও নানা ভূমিকায় তাকে অভিনয়ও করতে দেখা গেছে।
তার "ফ্যাট ম্যান ফেক্টস" নামে একটি ইউটিউব চ্যানেল আছে যার সাবক্রাইবার সংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজার।
চ্যানেলটি মূলত বিনোদনভিত্তিক এবং সেলেব্রিটি টক শো সংক্রান্ত। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার রবীন্দ্রের ওজন ১২৫ কেজি।
অপরদিকে ভারতের টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় নাম মহালক্ষ্মী। দর্শকের কাছে বিভিন্ন টিভি সিরিয়াল এর মাধ্যমে বেশ পরিচিতি পান তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে ‘বাণী রানী’, ‘অফিস’, ‘উরু কাই উসাই’সহ বেশ কয়েকটি আলোচিত সিরিয়ালে কাজ করেছেন এই অভিনেত্রী। বর্তমানে ‘মহারাসি’ নামে একটি সিরিয়াল সম্প্রচারে আছে।
মিডিয়াতে তার কর্মজীবন শুরু হয় সান মিউজিক চ্যানেলের ভিডিও জকি হিসেবে। তারপর তিনি টিভি সিরিয়ালে কাজ শুরু করেন।
প্রায় দশ বছর আগে মহালক্ষ্মী বিয়ে করেছিলেন অনিলকে। আগের পক্ষে তার একটি ছেলে আছে।
এদিকে রবীন্দ্রের প্রথম স্ত্রীর নাম রবিনধন আর শান্তি। তারা বিয়ে করেছিলেন ২০১২ সালে। পরে নানা কারনে বিচ্ছেদ ঘটে।
আলোচিত এবং সমালোচিত অভিনেত্রী মহালক্ষ্মী এর আগে সহকর্মীর স্বামীর সাথে সম্পর্কের অভিযোগে খবরের শিরোনাম হয়েছিলেন।
অভিনেত্রী জয়শ্রী রাও একটি সাক্ষাৎকারে তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন এবং মহালক্ষ্মীর সাথে স্বামী ঈশ্বর রঘুনাথনের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন। যদিও মহালক্ষ্মী সে দাবিটি নাখচ করে দেন।