একসময় মানুষের কাছ থেকে নিজের পরিচয় লুকিয়ে রাখতেন ভারতীয় চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা সুরিয়া।
তার প্রকৃত নম প্রকৃত নাম শারভানান শিভা কুমার। তবে তামিল ফিল্ম ইন্ডাষ্ট্রি ও ভক্ত বৃন্দের কাছে তিনি সুরিয়া হিসেবেই বেশি পরিচিত।
বর্ষীয়ান তামিল অভিনেতা শিবা কুমার ছিলেন তার বাবা। কিন্তু তারকা পরিবারে জন্ম নিয়েও শৈশব থেকে নিজের মতো করে বেড়ে উঠেছেন তিনি।
অভিনেতা হওয়ার পূর্বে পোশাক কারখানার একজন সাধারণ কর্মকর্তা হিসেবে কাজ করতেন। সবসময় চাইতেন একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে। আর তাই নিজের পরিচয় অজ্ঞাত রাখতেন।
এমনকি তিনি যে অভিনেতার সন্তান এই পরিচয় কখনো সামনে আনার প্রয়োজন হলেও তা লুকানোর চেষ্টা করতেন।
অভিনয় জগতে প্রবেশ করার আগে তিনি যে কারখানায় কর্মরত ছিলেন সেখানে তাঁর মাসিক বেতন ছিলো এক হাজার টাকা।
প্রায় ৮ মাস ওই কারখানায় কাজ করেছিলেন তিনি। এরপর কারখানার মালিক যখন তার আসল পরিচয় জানতে পারলো তখন সেই চাকরি ছেড়ে চলে আসেন।
প্রথম অবস্থায় অভিনয় জগতে প্রবেশ করার কোনো ইচ্ছে ছিলো না সুরিয়ার। কিছুটা পারিবারিক অসচ্ছলতার কারণে নাম লেখান সিনেমায়।
বর্তমানে আকর্ষণীয় ব্যক্তিত্ব ও অভিনয় গুণে দক্ষিণী সিনেমার ভক্তদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি।
১৯৯৭ সালে মনিরত্নম পরিচালিত ‘নারুক্কু নের’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন সুরিয়া।
যদিও এর আগে তার কাছে 'আসাই' নামের একটি সিনেমার প্রস্তাব এসেছিলো। কিন্তু তিনি সে প্রস্তাব ফিরিয়ে দেন।
২০০১ সালে মুক্তি পায় ‘ফ্রেন্ডস’ এবং ‘নন্দা’ ছবি, যার মাধ্যমে সিনেমা জগতে নিজের একটা পাকাপোক্ত জায়গা করে নেন সুরিয়া।
এর মধ্যে ‘নন্দা’ ছবিটিকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে মনে করেন তিনি । এই ছবির জন্য, তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।
এছাড়াও ‘সিংহাম’, ‘আয়ান’, ‘জয় ভিম’, ‘২৪’ সিনেমাগুলো তাঁর ক্যারিয়ারে একটি বিশেষ স্থান দখল করে আছে।
গত জুলাইয়ে আইএমডিবির রেটিংয়ে বিশ্বের সেরা মুভির তালিকায় ২৪৯ নম্বরে ছিল তার অভিনীত সিনেমা ‘জয় ভিম’। এর আগে আর কোনো ভারতীয় তারকা আইএমডিবির তালিকায় এমন রেকর্ড করতে পারেন নি।
১৯৯৯ সালে বসন্ত পরিচালিত 'পুভেল্লাম কেট্টুপার' চলচ্চিত্রে সুরিয়া ও জ্যোথিকাকে একসাথে দেখা গিয়েছিল।
এ সিনেমার পর থেকেই দু'জনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ২০০৬ সালে অভিনেত্রী জ্যোথিকাকে বিয়ে করেন সুরিয়া। বর্তামানে এই দম্পতির দিয়া ও দেব নামে দুই সন্তান রয়েছে।
চলতি বছর মুক্তি পায় সুরিয়া অভিনীত 'বিক্রম' সিনেমা। এটি বক্স অফিসে দারুণ সাফল্য এনে দিয়েছিলো।
খল চরিত্রে সুরিয়ার দুর্দান্ত অভিনয় তাক লাগিয়ে দিয়েছিলো দর্শকদের। বর্তমানে বেশ কিছু কাজ হাতে হাতে আছে অভিনেতার। যার অনেকগুলোই বিগ বাজেটের।
এর মধ্যে ‘বানানগান’ একটি। এ সিনেমার শুটিং প্রায় শেষ। এটি ছাড়াও আগামীতে তামিল অ্যাকশন-ড্রামা সোরারাই পোত্রু-এর হিন্দি রিমেকে দেখা যাবে তাকে। এতে আরো থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার।
গত ৬ সেপ্টেম্বর ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন এই অভিনেতা। সে উপলক্ষে টুইটারে এক প্রতিক্রিয়ায় ভক্তদের ধন্যবাদ দিয়ে অভিনেতা লিখেছেন,
২৫ বছরের এই যাত্রায় আপ্লুত তিনি। ক্যারিয়ারের এ দীর্ঘ সময়ে সবকিছুর জন্য ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।