যেখানে কয়েকশো কোটি খরচ করেও ফ্লপ বলিউড, সেখানে কম বাজেটের তেলুগু ছবি ‘কার্তিকেয় টু’ বাজিমাত করলো বক্স অফিস।
১৫ কোটি রুপি বাজেটের ছবি নির্মাণ করে ১০০ কোটি আয় করলো এ তেলেগু সিনেমাটি। কোনো প্রচারণা ছাড়াই গত ১৩ আগস্ট ভারতে পৃক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু অ্যাডভেঞ্চার থ্রিলার ধর্মী এ ছবি।
প্রচারণার অভাবে মুক্তির প্রথম কয়েক দিন খুব একটা সাড়া ফেলতে পারেনি। সব মিলিয়ে প্রথম পাঁচ দিনে ২৫ কোটি ৭০ লাখ রুপি আয় করে ছবিটি। কিন্তু পরে পাল্টে যায় দৃশ্যপট।
ধীরে ধীরে ব্যাপক দর্শকপ্রিয়তা পেতে শুরু করে 'কার্তিকিয়া ২'। আর দর্শকের চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে হলের সংখ্যাও।
মাত্র ৩০০ হল দিয়ে যাত্রা শুরু করা ছবিটি বর্তমানে ১ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। মুক্তির তৃতীয় সপ্তাহে এসে মোট আয় এখন ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
এর মধ্যে শুধু ভারতে কালেকশন আনুমানিক ৮৭ কোটি রুপি। আর সারা বিশ্বে ১৩.৫০ কোটি রুপি আয় করে কার্তিকেয়া টু।
মাত্র ১৫ কোটি রুপি বাজেটের এই ছবিটিতে নেওয়া হয়নি কোনো বড় অভিনেতা কিংবা অভিনেত্রীকেও। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিখিল সিদ্ধার্থ, অনুপম খের ও অনুপমা প্রেমস্বরণ।
এছাড়াও আরো অভিনয় করেন শ্রীনিবাস রেড্ডি, হর্ষ চেমুডু, আদিত্য মেনন, প্রবীণ, সত্যসহ আরো বেশ কিছু তারকা।
একশ কোটির মাইলফলক ছুঁয়ে আপ্লুত ছবির নায়ক। এরই মধ্যে ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গেও শেয়ার করেছেন নিজের এই আনন্দ।
তেলেগু ছাড়াও সিনেমাটির হিন্দি সংস্করণও মুক্তি পেয়েছে। পৌরাণিক ও ঐতিহাসিক গল্পের এ সিনেমা রহস্যে ভরা।
২০১৪ সালে মুক্তি পেয়েছিল কার্তিকেয়া সিনেমাটি। সেটিতেও অভিনয় করেছিলেন নিখিল। এবার দীর্ঘ আট বছর পর ২০২২ সালে মুক্তি পেল দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও সাফল্য ধরে রেখেছে সিনেমাটি।
সম্প্রতি যখন একের পর এক শো বাতিল করতে বাধ্য হচ্ছিল বলিউড ইন্ডাস্ট্রিগুলো, ঠিক তখনই ‘কার্তিকিয়া ২' আশা জাগিয়েছে। ফলে আবার হলে দর্শক ফিরে আসছে।
এ নিয়ে ‘কার্তিকিয়া ২ এর হল ডিস্ট্রিবিউটর বিজয় বাবু জানান, এ ছবির মাধ্যমে সিনেমা হলের মন্দা শেষ হয়েছে, যার কারণে তিনি খুব খুশি।
গত ১৯ আগস্ট মুক্তি পায় অনুরাগ কাশ্যপ পরিচালিত ও তাপসী পান্নু অভিনীত সিনেমা ‘দোবারা’। কিন্তু অনেক হল মালিক ‘দোবারা’-এর পরিবর্তে ‘কার্তিকিয়া টু’ প্রদর্শনের সিদ্ধান্ত নেন।
শুধু যে হল মালিকরাই সিনেমাটি নিয়ে উৎসাহি তা নয়, এটির জন্য রীতিমত লড়াইয়ে নেমেছে ওটিটি প্ল্যাটফর্মগুলোও।
তবে শেষ পর্যন্ত স্বত্ব নিয়েছে জি–ফাইভ। প্রেক্ষাগৃহে মুক্তির ছয় সপ্তাহ পর থেকে ওটিটিতে দেখা যাবে ‘কার্তিকিয়া টু’।
সমালোচকরা বলছেন টেনশনে ভরা অ্যাডভেঞ্চার থ্রিলারটিতে সাধারণ দর্শকদের বিনোদন দেওয়ার মতো সব উপকরণ রয়েছে।
মুভিটি ভারতীয় সংস্কৃতিকে দারুণভাবে তুলে ধরেছে, এর ভিজ্যুয়ালও দারুণ। দর্শকদের ভালো লাগার আরেকটি বিষয় হল এই সিনেমায় কৃষ্ণের অনেক অজানা দিক উঠে এসেছে।
বলিউডে এখন একের পর এক ছবির পতন হওয়ার হাহাকার চলছে, দলে দলে দর্শক বয়কট করছে বলিউডকে।
অন্যদিকে দক্ষিণে এখন শুধুই চলছে সিনেমার দাপট। বাজেট কম হলেও যে দর্শক টানা যায়, সেটাই প্রমান করছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি।