বিনোদন

মা হচ্ছেন নায়িকা মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
মা হচ্ছেন নায়িকা মাহিয়া মাহি

মা হতে চলেছেন ঢালিউডের সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত সোমবার রাতে ফেসবুক পেইজ থেকে সুখবরটি ভক্তদের নিজেই জানালেন এই জনপ্রিয় অভিনেত্রী।

একটি ফেসবুক স্ট্যাটাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাহি বলেন, তিনি তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছেন। সেখানে আরো লিখেন,

'দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি।' 

এ কথাগুলোর মধ্য দিয়েই ভক্তদের সঙ্গে নিজের এ বিশেষ অনুভূতির কথা ভাগাভাগি করে নেন মাহি।

এ সময়ে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অনাগত সন্তান ও তার পরিবারের জন্য দোয়াপ্রার্থনাও করেন এই অভিনেত্রী।

গণমাধ্যমকে মাহি জানান, আরও মাস দুয়েক আগেই মা হবার সুখবরটি পেয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মাস পরেই তার কোলজুড়ে আসবে নতুন শিশু।

এদিকে মাহির এ সুখবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন নিপুণ আক্তার, আইরিন, জাহারা মিতু, ইমনসহ ঢাকাই সিনেমার আরও অনেক অভিনেতা- অভিনেত্রী।

গত বছরের ১৩ই সেপ্টেম্বর গাজীপুরের কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি।

পেশায় রাকিব একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। বিয়ের পর বেশ দারুণই কাটছে মাহি- রাকিবের দাম্পত্য জীবন। 

এরই মধ্যে গত বছরের নভেম্বরে স্বামীর সঙ্গে ওমরাহ করে এসেছেন এই নায়িকা। সেবারই জীবনে প্রথমবার ওমরাহ করেছেন এই অভিনেত্রী। 

এছাড়াও প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান মাহি- রাকিব দম্পতি। কখনও বন্ধুদের সঙ্গে, আবার কখনও শুধু তারা দুজনে। সন্তান আগমনের খবরে তাদের দু'জনের মধুর সম্পর্ক আরো গভীর হতে চলেছে। 

এদিকে গুঞ্জন শোনা গিয়েছিলো, ওমরাহর পর নাকি সিনেমায় অভিনয় করা ছেড়ে দেবেন মাহি। 
তবে জানা গেছে, মাহির হাতে এই মুহূর্তে যেসব সিনেমা আছে সেগুলোর কাজ শেষ করে তবেই চলচ্চিত্রকে বিদায় জানাবেন তিনি। 

বর্তমানে মাহির হাতে রয়েছে, ‘নরসুন্দরী’, ‘মাফিয়া’, ‘অহংকারী বউ’ ও  ‘গ্যাংস্টার’সহ আরও বেশ কিছু সিনেমা। 

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় এই অভিনেত্রীর। 

সম্প্রতি মুক্তি পেয়েছে মাহিয়া মাহি ও জিয়াউল হক রোশান অভিনীত সরকারি অনুদান প্রাপ্ত চলচ্চিত্র ‘আশীবার্দ’। 

‘আশীর্বাদ’-কে ঘিরে প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে রোশান-মাহির দ্বন্দ্ব বেশ ক’দিন ধরেই ছিলো মিডিয়াপাড়ার হট টপিক। 

সিনেমা নির্মাণকালীন বিভিন্ন ঘটনা ও অভিনেতা- অভিনেত্রীদের পারিশ্রমিককে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগের খবর নিয়মিতই দেখা গেছে সংবাদপত্রের পাতায়। 

পরবর্তীতে চলচ্চিত্র শিল্পী সমিতির হস্তক্ষেপে জেনিফার ফেরদৌস- মাহি ও রোশানের মধ্যকার ভুল বোঝাবুঝি ও চলমান দ্বন্দ্বের অবসান হয়। 

উল্লেখ্য মাহিয়া মাহির এটি তৃতীয় সংসার। এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালের ২৫ মে ভালোবেসে বিয়ে করেন তিনি। 

বিয়ের এক বছর না যেতেই তাদের দু'জনের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পঞ্চম বিবাহবার্ষিকীর আগে আলাদা হয়ে যান তারা।

মাহিয়া মাহির তৃতীয় বিয়ে হলেও রাকিবের এটি দ্বিতীয় সংসার। রাকিবের আগের ঘরে রয়েছে একটি ছেলে ও একটি মেয়ে।  ছেলেটির নাম সোয়াইব ও মেয়েটির নাম সাইয়ারা। 

তাই, প্রথমবার সন্তানের মা হবার অনুভূতি এখন উপভোগ করলেও অনেক আগেই দু'টো ফুটফুটে ছেলে- মেয়ের বাবা হয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রীর স্বামী।