অর্থনীতি

বয়কটের মুখে কোক-পেপসির ব্যবসায় ‘ধস’

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
বয়কটের মুখে কোক-পেপসির ব্যবসায় ‘ধস’
গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে মুসলিম বিশ্বজুড়ে কোকাকোলা এবং পেপসির বিরুদ্ধে চলা বয়কটের প্রভাব ব্যাপকভাবে দেখা যাচ্ছে। মার্কিন এই কোমল পানীয় প্রতিষ্ঠানগুলোর বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে, বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে। বয়কটের ফলে স্থানীয় কোমল পানীয় ব্র্যান্ডগুলো লাভবান হচ্ছে, যেমন বাংলাদেশে মোজো এবং মিশরে ভি-সেভেনের বিক্রি বেড়েছে।
মার্কেট গবেষণা প্রতিষ্ঠান নিলসেন আইকিউয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের প্রথমার্ধে পশ্চিমা পানীয় ব্র্যান্ডগুলোর ব্যবসা ৭ শতাংশ কমেছে। পাকিস্তান এবং মিশরসহ বেশ কয়েকটি দেশে কোক ও পেপসির বিক্রি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যেখানে স্থানীয় ব্র্যান্ডগুলো তাদের জায়গা দখল করে নিচ্ছে।