আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন শর্তসাপেক্ষে ভারতে ১,২০০ টন ইলিশ মাছ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গে দুর্গাপূজাকে ঘিরে প্রতিবছরই ইলিশের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়, তবে স্থানীয়ভাবে ধরা মাছ দিয়ে সেই চাহিদা পূরণ সম্ভব হয় না। তাই ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের কাছে বিশেষ অনুমতি চান। এ বছরও সেই আবেদনে সাড়া দিয়েছে সরকার, তবে দেশের স্বার্থ রক্ষার্থে রপ্তানির সঙ্গে কিছু শর্ত যুক্ত করা হয়েছে।
রপ্তানিকারকদের ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সনদ, ভ্যাট সনদ, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্স জমা দিতে হবে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার।
২০১৪ সালে অভ্যন্তরীণ চাহিদার কারণে সরকার ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। তবে ২০১৯ সাল থেকে দুর্গাপূজার আগে সীমিত পরিমাণ ইলিশ পশ্চিমবঙ্গে রপ্তানি করা হয়। গত বছর ৩,০০০ মেট্রিক টনের অনুমোদন থাকলেও পরে তা কমিয়ে ২,৪২০ মেট্রিক টন করা হয়। এবারের অনুমোদিত ১,২০০ টন রপ্তানি পশ্চিমবঙ্গের আমদানিকারক ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের সঞ্চার করেছে। দুই বাংলার সম্পর্ক ও বাণিজ্যিক সেতুবন্ধন জোরদার করার ক্ষেত্রেও এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।