সারাদেশ

আগারগাঁওয়ে গ্যাসলাইনের লিকেজে বিস্ফোরণ: একই পরিবারের ছয়জন দগ্ধ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
আগারগাঁওয়ে গ্যাসলাইনের লিকেজে বিস্ফোরণ: একই পরিবারের ছয়জন দগ্ধ
রাজধানীর আগারগাঁও পাকা মার্কেট এলাকায় একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে চারটার দিকে টিনশেড ওই বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন—মো. জলিল মিয়া (৫০), তাঁর স্ত্রী আরনেজা বেগম (৪০), ছেলে আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মেয়ে মনিরা (১৭) ও নাতনি ইভা (৬)। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়।
দগ্ধ জলিল মিয়ার মেয়ে জামাই মো. আফরান মিয়া জানান, ভোরের দিকে পরিবারের সবাই ঘুমিয়ে থাকাকালে গ্যাসলাইনের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে ঘুমিয়ে থাকা ছয়জনই দগ্ধ হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘দগ্ধ ব্যক্তিরা বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসলাইনের লিকেজ থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।