সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় বাস–ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার কৈডুবী রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নুরুন্নাহার বেগম (৫৫), তাঁর মেয়ে রিমু বেগম (৩৫), নাতি রায়হান (৩) এবং পরিচয় অজ্ঞাত এক বৃদ্ধ (৬৫)। চারজনই ইজিবাইকের যাত্রী ছিলেন।
পুলিশ জানায়, ঝিনাইদহগামী একটি বাস রেল ক্রসিং এলাকায় প্রবেশ করলে ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে এবং আহত চারজনকে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। অজ্ঞাতনামা নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে।