নোয়াখালীর ২৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক পরীক্ষা বন্ধ রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সব শিক্ষককে শোকজ নোটিশ পাঠিয়েছে। বিদ্যালয়গুলোতে শিক্ষকরা সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষা নেননি এবং অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় তালাবদ্ধ রেখেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব বলেন, সরকারি দায়িত্ব পালন না করা এবং নির্ধারিত সময়ে পরীক্ষা না নেওয়ায় শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
আন্দোলন প্রসঙ্গে শিক্ষক নেতা আব্দুর রহমান জানান, আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় নোয়াখালীর ৫০ জনের বেশি সহকারী শিক্ষককে প্রশাসনিকভাবে বদলি করা হয়েছে। সর্বশেষ আদেশে আন্দোলনের পাঁচ নেতাসহ ৪২ জনকে পাশের জেলায় পাঠানো হয়েছে। এতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দীন মাসুদও রয়েছেন।
উল্লেখ্য, তিন দফা দাবিতে দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে দুই দিন ধরে বিদ্যালয় তালাবদ্ধ রাখার আন্দোলন ও কমপ্লিট শাটডাউন চলছিল।