বাংলাদেশ

ঘন কুয়াশায় স্থবির জনজীবন, কুড়িগ্রামে দুই মাসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
ঘন কুয়াশায় স্থবির জনজীবন, কুড়িগ্রামে দুই মাসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৬টায় জেলার রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। গত দুই মাসের মধ্যে এটিই সর্বনিম্ন।

কুয়াশার কারণে দিনের বেলাতেও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সকাল গড়াতেই কুয়াশার ঘনত্ব কমলেও শীতের প্রভাব থাকছে সারাদিনই।

রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, তাপমাত্রা কমতে শুরু করেছে। প্রতিদিনই কুয়াশা পড়ছে। সামনে কুয়াশা ও ঠান্ডা আরও বাড়বে।

তিনি আরও জানান, বর্তমানে জেলায় গড়ে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং বাতাসের বেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষজন। রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের বাসিন্দা বিলকিস বলেন, গত রাত থেকে খুব ঠান্ডা পড়ছে। কম্বলের অভাবে ঠিকমতো ঘুমাতে পারিনি। ছোট ছেলে সারারাত সর্দি–কাশিতে ভুগেছে।

এদিকে শীত মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। কুড়িগ্রাম ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন জানান, জেলার ৯ উপজেলায় ৫৪ লাখ টাকার কম্বল কেনা হচ্ছে। প্রতি উপজেলায় ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করছি, দুই–এক দিনের মধ্যেই কম্বল বিতরণ শুরু করা যাবে।