বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত জাতীয় প্রযুক্তি প্রতিযোগিতা “সার্কিট ক্ল্যাশ ১.০”–এ অসাধারণ সাফল্য অর্জন করেছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ডিজাইন অ্যান্ড কোলাবোরেশন হাব এসইউ–আইডিসি। দেশের বিভিন্ন অঞ্চলের ৬০টিরও বেশি বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে প্রতিযোগিতায় তারা প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় এসইউ–আইডিসি প্রদর্শন করে তাদের ব্যতিক্রমী ও ভবিষ্যৎধর্মী গবেষণা প্রকল্প— নেক্সটজেন গ্রীন সিটি ৯ম সংস্করণ: রয়্যাল এডিশন (NGGC 9.0 Royal Edition)।
এই উদ্ভাবন দেশেই প্রথম যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে একত্রিত করে তৈরি করা হয়েছে একটি পূর্ণাঙ্গ ভবিষ্যৎ স্মার্ট নগর মডেল। স্বয়ংক্রিয় পানি নিষ্কাশন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, যানবাহন ব্যবস্থাপনা, নবায়নযোগ্য শক্তি উৎপাদন থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণ—সবই এতে AI–নির্ভরভাবে পরিচালিত হয়।
দুই বছর ধরে মাঠপর্যায়ের তথ্য, প্রযুক্তি গবেষণা ও শহর পরিকল্পনা বিশ্লেষণ করে তৈরি করা এই প্রকল্পটি বিচারকদের কাছ থেকে বিশেষ প্রশংসা পায়। এই সাফল্য অর্জনকারী দলের সদস্য— মো. জোনায়েদ আহমেদ (সিভিল ইঞ্জিনিয়ারিং), নুরে আফ্রিদি চৌধুরী (সিভিল ইঞ্জিনিয়ারিং), তান্না আক্তার (কম্পিউটার সায়েন্স), তানজিলা বিথি (কম্পিউটার সায়েন্স)।
এআই মডিউল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই তরুণ গবেষক— মোরসালিন আলভি ও মুফাসসেল হোসেন,
যারা বর্তমানে এসইউ–আইডিসির কেন্দ্রীয় সহযোগিতা দলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।
এই অর্জনে দলকে অভিনন্দন জানিয়েছেন— ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, প্রকৌশল অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল, প্রফেসর জাহিদ খানসহ অন্য শিক্ষকবৃন্দ।
সাফল্যের ধারাবাহিকতায় এসইউ–আইডিসি ঘোষণা করেছে ভবিষ্যতে— কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, নবায়নযোগ্য শক্তি, স্মার্ট অবকাঠামো, শিল্প–বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা —ক্ষেত্রে আরও বৃহৎ গবেষণা কার্যক্রম চালু করার।