ক্যাম্পাস

জাকসু নির্বাচনের আগে কমিশনারের পদত্যাগকে ‘লেজ গুটিয়ে পালানো’ বলল সমন্বিত শিক্ষার্থী জোট

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
জাকসু নির্বাচনের আগে কমিশনারের পদত্যাগকে ‘লেজ গুটিয়ে পালানো’ বলল সমন্বিত শিক্ষার্থী জোট
 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সদ্য অনুষ্ঠিত জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা শেষ হওয়ার আগেই নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেন। এ ঘটনাকে ‘লেজ গুটিয়ে পালানো’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে প্রার্থীরা বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ হলেও কমিশনের অভ্যন্তরে ষড়যন্ত্র ছিল, যা শিক্ষার্থীরা ব্যালট বিপ্লবের মাধ্যমে ব্যর্থ করে দিয়েছে। 

তারা অভিযোগ করেন, মাফরুহী সাত্তার নির্বাচনের অনিয়মের কথা তুলে ধরে ৩০ ঘণ্টা পর পদত্যাগ করেছেন, যা শিক্ষার্থীদের রায়ের প্রতি অসম্মান। প্রার্থীরা মনে করেন, এই সিদ্ধান্ত নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা ছাড়া আর কিছু নয়। সংবাদ সম্মেলন শেষে জোটের প্রার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং ঘোষণা দেন, শিক্ষার্থীদের রায়ই হবে সর্বশেষ সিদ্ধান্ত।