ক্যাম্পাস

ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল-ব্যাগ বহনে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল-ব্যাগ বহনে নিষেধাজ্ঞা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় ভোটারদের মোবাইল ফোন, ব্যাগ, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় পদার্থ বহনে নিষেধাজ্ঞা জারি করেছে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়। রোববার (৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
নির্বাচনে মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথ নির্ধারণ করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও বিকেল ৪টার মধ্যে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষ করা সম্ভব হবে।
এবারের নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন।
জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন নিজস্ব প্যানেল দিয়েছে। এছাড়া শতাধিক স্বতন্ত্র প্রার্থীও অংশ নিচ্ছেন নির্বাচনে।