ক্যাম্পাস

সেমিফাইনালিস্টদের নিয়ে ব্র্যান্ড মাস্টার'র ৩.০ এর দ্বিতীয় ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
সেমিফাইনালিস্টদের নিয়ে ব্র্যান্ড মাস্টার'র ৩.০ এর দ্বিতীয় ওয়ার্কশপ অনুষ্ঠিত
গত ১৮ই আগস্ট, শুক্রবার ব্র্যান্ড মাস্টারের দ্বিতীয় ওয়ার্কশপটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিখো'র ভাইস প্রেসিডেন্ট ইশমাম চৌধুরী।

আয়োজনটি শুরু হয় দুপুর ৩:০০ টা থেকে এবং শেষ হয় ৫:৩০ মিনিটে। প্রথম ওয়ার্কশপ থেকে যারা নির্বাচিত হয়েছিল তাদের মধ্যে ১০০ জনেরও বেশি অংশগ্রহণকারী বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করেছেন।  উক্ত অনুষ্ঠানের মাধ্যমে কিভাবে কোনো বিষয়ের উপর ওভিসি অর্থাৎ অনলাইন ভিডিও কমার্শিয়াল মেকিং করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া কিভাবে ব্র্যান্ড বিল্ডিং করে তা সঠিকভাবে ভিডিও কমার্শিয়ালের মাধ্যমে ভোক্তাদের নিকট পৌঁছানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইশমাম চৌধুরী যা সকল প্রতিযোগীদের ফাইনাল রাউন্ড জয় করতে সহায়তা করবে। 

ইউ আই ইউ এর সংঘঠন ইউ আই ইউ মার্কেটিং ফোরাম, তৃতীয় বারের মতো আয়োজন করেছে জাতীয় পর্যায়ের ব্র্যান্ডিং ক্যস প্রতিযোগিতা "ব্র্যান্ড মাস্টার ৩.০: নো মি বাই নেম-ন্যাশনাল রাউন্ড ২০২৩"। পুরো আয়োজনটিতে স্পন্সর হিসেবে আছে "আই স্টক এডুকেশন", আর সমন্বয়ক হিসেবে এ আয়োজনের সাথে যুক্ত আছে ক্যারিয়ার কাউন্সিলর অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স। এই আয়োজনকে সহযোগিতা করতে ডিজিটাল মিডিয়া পার্টনার হিসাবে যুক্ত আছে দূরবীন নিউজ, নেস্ক্যাফে, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, বহুব্রিহি, নিউট্রি প্লাস, সেপ্নিল, যমুনা টিভি, ইউ আই ইউ ফটোগ্রাফি ক্লাব, বাংলা রেডিও ও নিউ এজ।