ক্যাম্পাস

ইউ আই ইউ 'ব্র্যান্ড মাস্টার'র প্রথম ওয়ার্কশপ সফলভাবে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
ইউ আই ইউ 'ব্র্যান্ড মাস্টার'র প্রথম ওয়ার্কশপ সফলভাবে অনুষ্ঠিত
গত ১১ই আগস্ট শুক্রবার ব্র্যান্ড মাস্টারের প্রথম ওয়ার্কশপটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসিফুর রহমান, রুট টু মার্কেট অ্যান্ড কাস্টমার ডেভলপমেন্ট মার্কেট; ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ।

প্রোগ্রামটি শুরু হয় দুপুর ৩:০০ টা থেকে এবং শেষ হয় ৫:৩০ মিনিটে। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ৩০০ জনেরও বেশি অংশগ্রহণকারী অত্যন্ত উৎসাহের সাথে এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং ব্র্যান্ডের বিভিন্ন দিক, কেস ক্র্যাকিং টিপস এবং কীভাবে একটি চমৎকার পিচ ডেক প্রস্তুত করা যায় সে সম্পর্কে শিখেছেন যা অংশগ্রহণকারীদের আরও প্রভাবের সাথে কেসটি সমাধান করতে পারবেন।  

ইউ আই ইউ এর সংঘঠন ইউ আই ইউ মার্কেটিং ফোরাম, তৃতীয় বারের মতো আয়োজন করেছে জাতীয় পর্যায়ের ব্র্যান্ডিং ক্যস প্রতিযোগিতা "ব্র্যান্ড মাস্টার ৩.০: নো মি বাই নেম-ন্যাশনাল রাউন্ড ২০২৩"। পুরো আয়োজনটিতে স্পন্সর হিসেবে আছে "আই স্টক এডুকেশন", আর সমন্বয়ক হিসেবে এ আয়োজনের সাথে যুক্ত আছে ক্যারিয়ার কাউন্সিলর অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স।


এই আয়োজনকে সহযোগিতা করতে ডিজিটাল মিডিয়া পার্টনার হিসাবে যুক্ত আছে দূরবীন নিউজ, নেস্ক্যাফে, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, বহুব্রিহি, নিউট্রি প্লাস, সেপ্নিল, যমুনা টিভি, ইউ আই ইউ ফটোগ্রাফি ক্লাব, বাংলা রেডিও ও নিউ এজ।