আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না— ভক্তদের উদ্দেশে এ কথা বললেন তামিম ইকবাল। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
কয়েকদিন ধরে দেশের ক্রিকেট অঙ্গনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভিডিও বার্তায় নিজের বিষয়ে স্পষ্ট করেন তামিম ইকবাল।
ভিডিওর শেষে আবেগজড়িত কণ্ঠে দেশসেরা এই ওপেনার বলেন, আরও অনেক কিছু ঘটেছে যা আপনারা দেখেছেন। একটা কাহিনি ইনসিডেন্ট হতে পারে, দুইটা কাহিনি মিস–আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। কিন্তু একজনের সাথে লাস্ট তিন-চার মাসে সাত-আটটা কাহিনি যদি হয় তাহলে এটা ইনটেনশনাল হয়। দিস ইজ হোয়াট আই ফেল্ট। আমি এতটুকুই বলবো, আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন নাই।
বাংলাদেশের ক্রিকেটে উজ্জ্বল এক নক্ষত্রের নাম তামিম ইকবাল খান। ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার সমৃদ্ধ হয়েছে বিভিন্ন অর্জন ও রেকর্ডে। ক্যারিয়ারের শুরু থেকেই দেশের ক্রিকেটে অবদান রেখেছেন এই ওপেনার। তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড তামিমের দখলে। সেই তামিম ইকবাল নেই বাংলাদেশ বিশ্বকাপ দলে। আর এ নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা, গুঞ্জন।