বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কিউরেটর হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক আইসিসির কিউরেটর টনি হেমিং। দুই বছরের চুক্তিতে বিসিবির সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার এই কিউরেটর। গতকাল সোমবার (১৭ জুলাই) সকালে বাংলাদেশে এসেছেন এই কিউরেটর।
গতকাল বিসিবি নিজেদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত টনির ক্রিকেট টার্ফ ও মাটি প্রস্তুত বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। টার্ফ ম্যানেজম্যান্ট নিয়ে ৩৫ বছর ধরে কাজ করছেন এই অস্ট্রেলিয়ান।
আরও জানানো হয়, পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক ক্রিকেটের মাটি বিষয়ক উপদেষ্টা ও পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। শুধু তাই নয় আইসিসি ক্রিকেট একাডেমি ও দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের হেড কিউরেটর টনি। পাশাপাশি ওমান ক্রিকেট একাডেমির আইসিসির পিচ বিষয়ক পরামর্শ হিসেবেও কাজ করেছেন এই অস্ট্রেলিয়ান।
টনিকে নিয়োগের ব্যাপারে শোনা যাচ্ছে, পূর্বাচলে নতুন নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের গ্রাউন্ড এবং উইকেট প্রস্তুতের দায়িত্ব দেওয়া হবে তার অধীনে। ধারণা করা হচ্ছে, পূর্বাচলের মাঠে তার দীর্ঘ দক্ষতাকে কাজে লাগিয়ে উন্নতমানের উইকেট তৈরি করার জন্যই তাকে নিয়ে আসা।