আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এখন ইংল্যান্ডে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার এই সিরিজের খেলা বাংলাদেশে সরাসরি সম্প্রচার নিয়ে রয়েছে নানা শঙ্কা। এসবের মাঝে আজ মাঠে গড়ায় প্রথম ওয়ানডে। ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের মাঠ চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক আন্ড্রু বালবার্নি।
এদিকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে এল্বিডব্লির ফাদে পরে সাজঘরে যান লিটন। জশ লিটলের করা ইয়র্কার বল বুঝে উঠার আগেই পায়ে লাগে লিটনের। প্রথম বল মোকাবিলা করে গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেছেন লিটন।
আর দলীয় ১৫ রানে কট বিহাইন্ডের শিকার হয়ে আউট হন তামিম ইকবাল। মার্ক এ্যাডায়ারের অফ স্ট্যাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে কট বিহান্ডের শিকার হন তামিম।
৩.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৫ রান।