প্রবাস

মিশিগান সিটি কাউন্সিল অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন ৭ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২১ মে, ২০২২
মিশিগান সিটি কাউন্সিল অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন ৭ বাংলাদেশি


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের কমিউনিটি উন্নয়নে তাদের অবদানের জন্য সাত বাংলাদেশিকে সম্মাননা পেয়েছে ।


পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন ওয়ারেন সিটির বোর্ড অব রিভিউ-এর ভাইস চেয়ারম্যান ফয়সাল আহমেদ, সদস্য আজিজ চৌধুরী, বিউটিফিকেশন কমিশনার খাজা সাহাব আহমেদ, পরিকল্পনা কমিশনার মাহমুদা মৌরি , ক্রাইম কমিশনার সুমন কবির ও নিজাম আহমেদ এবং কালচারাল কমিশনার সীমা বেগম।


১৭ মে মিশিগানের ইউক্রেনীয় সাংস্কৃতিক কেন্দ্রের ২৫ তম বার্ষিকিতে ওয়ারেন সিটি কাউন্সিল সিটি কমিশন অ্যাপ্রিসিয়েশন নাইট হেল্ডে তাদের এই প্রশংসা পত্রটি হস্তান্তর করে।


তাদের সম্মাননা প্রদান করেন ওয়ারেন সিটির মেয়র জেমস ফাউন্টেনস।