চীনে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান নানা বাধা সৃষ্টিকারী দিকগুলো সমাধানে দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। যাতে করে দুই দেশের সরকার এক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং পরিস্থিতির উত্তরণ ঘটে। কেননা চীনের বাজারে বাংলাদেশি পণ্যে ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা বিদ্যমান রয়েছে। এই সুবিধাটি কিভাবে আরও বেশী পরিমাণে কাজে লাগানো যায় সেক্ষেত্রে একটি দিকনির্দেশনা প্রয়োজন।
স্থানীয় সময় রোববার বিকেলে আয়োজিত এক অনলাইন আলোচনা সভায় এই কথাগুলো উঠে আসে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেইজিং বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মনসুর উদ্দিন। সভায় ব্যবসায়ীরা চীনের সঙ্গে বাণিজ্যবৈষম্য কমিয়ে আনতে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ দেন।
মনসুর উদ্দিন এসময় বলেন, চীনের বাজারে ৯৭% শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগটি ২৬ সালের পর কিন্তু আর থাকবে না। তাই এখনই আমাদেরকে এ সুযোগটি গ্রহণ করতে হবে।