প্রবাস

ফোবানার সদস্যপদ থেকে দুই কর্মকর্তা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
ফোবানার সদস্যপদ থেকে দুই কর্মকর্তা বহিষ্কার


 

দুর্নীতির আরোপে প্রবাসী সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) তাদের দুই কর্মকর্তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ।

 

বহিষ্কৃত কর্মীরা হচ্ছেন সংগঠনটির ৩৫তম সম্মেলনের আহ্বায়ক জি আই রাসেল ও সদস্য সচিব শিব্বির আহমেদ।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানান ফোবানার চেয়ারম্যান রেহান রেজা ।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২৭ মার্চ অনুষ্ঠিত ফোবানার নির্বাহী কমিটির সভায় আহ্বায়ক জি আই রাসেল ও সদস্য সচিব শিব্বির আহমেদকে ফোবানার সাংবিধানিক ধারা লঙ্ঘন, অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করার আরোপে আজীবনের জন্য ফোবানার সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছ ।

 

এ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় শিব্বির আহমেদ জানান ,বহিষ্কারের আগে তাকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তার ভাষ্যমতে কিছু মনগড়া বানানো এবং সাজানো অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। তিনি নোটিশের যথাযথ উত্তর দেয়ার পরও তার কোন কথা গণ্য না করে ,অপরাধী চক্রকে খুশি করার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে ।