রাজনীতি

মাদারীপুর-১: মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
মাদারীপুর-১: মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ
মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে শিবচর উপজেলায় উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তার সমর্থকরা শিবচরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন এবং সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা দাবি করেন, অবিলম্বে মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।

বিক্ষোভে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা, পৌর বিএনপির সদস্যসচিব আজমল হোসেন সেলিম খান, উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতারা এবং দলের অন্যান্য কর্মী-সমর্থকরা।

গত সোমবার বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়, গুলশান-এ মনোনয়ন ঘোষণা করা হয়। মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকীর সমর্থকেরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পাঁচ্চরে টায়ার জ্বালিয়ে দুই ঘণ্টা বিক্ষোভ করেছেন। এর পর গতকাল মঙ্গলবার কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার বিজ্ঞপ্তি দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আজমল হোসেন বলেন, কামাল জামানের মনোনয়ন বহাল রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছি। শিবচরে তিনিই একমাত্র প্রার্থী হওয়ার যোগ্য। প্রয়োজনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতেও অবরোধ করে কঠোর আন্দোলন চালানো হবে।

মনোনয়ন স্থগিত প্রসঙ্গে কামাল জামান মোল্লা প্রথম আলোকে বলেন, শিবচরের ৮০ ভাগ মানুষ আমাকে সমর্থন করেন। কিছু আওয়ামী লীগ সমর্থক আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। আজ যারা বিক্ষোভে অংশ নিয়েছেন, তা আমার আগে থেকে জানা ছিল না। জনগণ ও তৃণমূলের নেতা-কর্মীরা আমার বহাল রাখার দাবিতে দাঁড়িয়েছেন।

সম্প্রতি শারদীয় দুর্গাপূজার একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শেষে তিনি ‘জয় বাংলা’ বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কামাল জামান মোল্লা দাবি করেন, আমি জীবনেও আওয়ামী লীগ করিনি। ভিডিওটি এডিট করে একটি কুচক্রী মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এটি আমার বিরুদ্ধে একটি রাজনৈতিক ষড়যন্ত্র।