রাজনীতি

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যা জানা গেলো

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যা জানা গেলো
ডোনাল্ড লু ভারতের দিল্লিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু, জ্বালানি ও মহাকাশ নিয়ে আলোচনা হয়েছে। এই আলাপকে ‘ইউএস-ইন্ডিয়া ২‍+২ ইন্টারসেশনাল ডায়ালগ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বৈঠকে যুক্ত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাগরাজ নাইডু এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক যুগ্ম সচিব বিশ্বেশ নেগি। আলোচনা হয়েছে প্রতিরক্ষা, মহাকাশ, বেসামরিক বিমান চলাচল, পরিবেশবান্ধব জ্বালানি সহযোগিতা ও শিল্প ও লজিস্টিক সমন্বয় নিয়ে। তারা ইউক্রেন ও গাজায় শান্তি এবং মানবিক সহায়তার বিষয়েও আলোচনা করেছেন।
ডোনাল্ড লু ও জেদিদিয়া পি. রয়েল ভারত-মার্কিন অংশীদারিত্ব বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।