রাজনীতি

জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে শপথ নিয়ে সংসদে যাবে জাতীয় পার্টি : জিএম কাদের

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে শপথ নিয়ে সংসদে যাবে জাতীয় পার্টি : জিএম কাদের
মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে নগরীর সেনপাড়ার স্কাই ভিউয়ের বাসভবনে রংপুর বিভাগের বিভিন্ন এমপি প্রার্থীদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জিএম কাদের আরো বলেন, আমরা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেছি, তাই এই মুহূর্তে  শপথ না নিয়ে পিছু হবো না। জনগণের পক্ষে কথা বলার জন্য ও জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমরা সংসদে যাবো।জিএম কাদের আরও বলেন, এই নির্বাচনে সরকার যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চেয়েছে, সেখানে সুষ্ঠু করেছে। আর যেখানে চেয়েছে তাদের লোকজনকে জেতাতে সেখানে জোর করে সিল মেরে আমাদের লোকজনকে হারিয়ে দিয়েছে তারা বলে অভিযোগ তোলেন তিনি । 

বৈঠক বিষয়ে জাপা চেয়ারম্যান বলেন, রংপুর বিভাগে জাতীয় পার্টির হেরে যাওয়া প্রার্থীদের অনেকেই হতাশায় ভুগছিলেন। তাই সবার সাথে বসে সমস্যাগুলো শুনলাম এবং লিখিত স্টেটমেন্ট নিলাম। এই তথ্যগুলো পরবর্তী ফলোআপে কাজে লাগবে আমাদের।এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসেডিয়াম সদস্য এসএম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুল রাজ্জাকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।