রাজনীতি

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনে যে কর্মসূচি দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনে যে কর্মসূচি দিলো বিএনপি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরও তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারাদেশে অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ এবং ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করবেন দলটির নেতাকর্মীরা।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

এর আগে, গত ২০ ডিসেম্বর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জনগণের প্রতি আহ্বান জানান, ৭ জানুয়ারির নির্বাচন বর্জনসহ সরকারকে সব ক্ষেত্রে অসহযোগিতা করতে।

সেদিন থেকে সারাদেশে ভোট বর্জনসহ অসহযোগ আন্দোলন বাস্তবায়নে লিফলেট বিতরণ করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি অবরোধ কর্মসূচিও পালন করছে দলটি।


আজ সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষ্যে সারাদেশে সরকারি ছুটি থাকবে। তাই কোনো কর্মসূচি নেই। তবে আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে গণসংযোগ ও লিফলেট-প্রচারপত্র বিলি করা হবে।

এছাড়া, গত ৩ দিন কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মী ও দেশবাসীকে বিএনপির পক্ষ থেকে এ সময় ধন্যবাদ জানান তিনি।