রাজনীতি

উপজেলা নির্বাচনে সহিংসতার বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য নেই: স্বরাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
উপজেলা নির্বাচনে সহিংসতার বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য নেই: স্বরাষ্ট্র সচিব
উপজেলা নির্বাচনে সহিংসতার কোনো গোয়েন্দা তথ্য নেই।

 তারপরেও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান। সোমবার (২৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, প্রতি কেন্দ্র ১৮ জন পুলিশ ও আনসার বাহিনীর সদস্য থাকবে। এর মধ্যে অস্ত্রধারী সদস্য থাকবে ছয়জন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে অস্ত্রধারী সদস্য থাকবে আটজন। ভোটার সংখ্যা দূরত্ব আর যোগাযোগ ব্যবস্থা বিবেচনায় করে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী থাকবে।

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে প্রতি ইউনিয়ন ও উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে।