লাইফস্টাইল

মিষ্টি হাসি ও লম্বা চুলের অধিকারিনী নওরিন আফরোজ পিয়া

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২ অক্টোবর, ২০২২
মিষ্টি হাসি ও লম্বা চুলের অধিকারিনী নওরিন আফরোজ পিয়া

বাংলাদেশের একজন টপ লেভেলের টিকটক তারকা নওরিন আফরোজ পিয়া, যিনি মিষ্টি হাসি ও লম্বা চুলের যাদুতে লাখো যুবকের স্বপ্নের নায়িকা হয়ে উঠেছেন। 

লম্বা চুলের কারণে অনেকের কাছে তিনি "লং হেয়ার কুইন" হিসেবেও পরিচিত। নওরিন একাধারে একজন জনপ্রিয় টিকটকার, ইউটিউবার এবং সফল ব্যবসায়ী। 

নিজের কিউট চেহারা আর চেষ্টা দিয়ে খুব সহজেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। মিষ্টিমুখের এই টিকটকার জানিয়েছেন তিনি এখনো সিঙ্গেল। কিন্তু কবে বা কখন বিয়ে করবেন সে সম্পর্কে কোন নিশ্চিত তথ্য দেননি।

নওরিন সবসময় চেয়েছিলেন পরিবারের কোনো সাপোর্ট ছাড়াই নিজের একটা আলাদা পরিচয় তৈরি হোক তার। এই ভাবনাকে মাথায় রেখেই ২০১৮ সালে টিকটক দুনিয়ায় তার উপস্থিতি দেখা যায়।

খুব অল্প সময়ের মধ্যেই সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন সদা হাস্যোজ্জ্বল এই টিকটক তারকা।
টিকটকের মাধ্যমে দেশের মানুষের কাছে  পরিচিতি পাওয়ার পর তিনি হারবাল প্রসাধনী দিয়ে অনলাইন ব্যবসা শুরু করেন। 

এই হারবাল প্রসাধন সামগ্রীগুলো নওরিনের নিজের তৈরি। তিনি দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট এনে সেগুলোর মাধ্যমে এসব তৈরি করেন। 

এছাড়াও তিনি বিভিন্ন ধরনের হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক তৈরি করেন, যা চুল পড়া কমাতে এবং বন্ধ করতে সহায়ক ভূমিকা রাখে। 

পিয়া মাত্র ২০ বছর বয়সেই নিজস্ব অনলাইন ফ্যাশন ব্র্যান্ড হাউজ ‘Art’s Of PiYa’ প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি নিজেই বিভিন্ন পোশাক ডিজাইন করেন।

নিজের এ ক্লথিং ব্র্যান্ডে নওরিন আফরোজ নিজেই মডেল হিসেবে কাজ করেন। এর মাধ্যমে ভবিষ্যতে অনেকদূর এগিয়ে যেতে চান তিনি। 

তার বর্তমান টিকটক আইডির ফলোয়ার সংখ্যা ৬ মিলিয়ন। এছাড়া ইউটিউব অঙ্গনেও পিয়ার উপস্থিতি দেখা যায়। বর্তমানে ইউটিউবে তার চ্যানেল সংখ্যা দুইটি। 

‘Art’s Of PiYa’ নামের চ্যানেলটিতে তিনি তার ক্লথিং ব্র্যান্ড এর ফটোশ্যুট, মেকআপ নানা রকম মেকআপ টিপস এবং স্বাস্থ্যবিষয়ক ভিডিও আপলোড করে থাকেন।

আর Noureen Afrose নামের ইউটিউব চ্যানেলে তিনি নিজের রেগুলার কন্টেন্ট গুলো আপলোড করেন। 

টিকটক, ব্যাবসা এবং ইউটিউবই বর্তমানে তার আয়ের মাধ্যম। আনুমান করা হয় এর থেকে তার মাসিক আয় এক থেকে দেড় লক্ষ টাকা। 

এই টিকটক সেলিব্রিটিকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও নিয়মিত এক্টিভ দেখা যায়। এছাড়াও তিনি বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক নিয়ে তৈরি করেন ব্লগ। 

২২ বছর বয়সি নওরিন দিনাজপুরে তার বাবা, মা আর এক বড় বোনকে নিয়ে বসবাস করেন। ছেলেবেলা থেকেই মডেল কিংবা নামকরা কোন অভিনেত্রী হয়ে তারকাখ্যাতি পাবার স্বপ্ন দেখতেন তিনি।

কিন্তু এখন অভিনেত্রী হবার প্রবল ইচ্ছা থেকে বের হয়ে স্বপ্ন দেখা শুরু করেছেন নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার। 
সে ভাবনা থেকেই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তরুণ উদ্যোক্তা নওরীন আফরোজ।

পিয়া জানান, ইতোমধ্যে মডেলিং আর অভিনয়ের জন্য অনেক প্রস্তাব পেয়েছেন তিনি। তবে বর্তমানে সেসবের দিকে মন নেই তার। ভবিষ্যতেও অভিনয় নিয়ে কোনো পরিকল্পনা করছেন না আপাতত।

বর্তমানে তার সকল পরিকল্পনা টিকটক, অনলাইন ব্যাবসা এবং ইউটিউবকে ঘিরেই।
নিজেকে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করাই এখন তার একমাত্র লক্ষ্য।

বর্তমানে নওরীন আফরোজ চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করছেন। 

পড়াশোনার পাশাপাশি এতো কিছু কিভাবে করছেন, সে ব্যাপারে বলতে গিয়ে তিনি নিজেকে একজন আত্মনির্ভরশীল মেয়ে বলে দাবি করেন।
যে কারণে বরাবরই পরিবারের সাপোর্ট ছাড়া নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করতে চেয়েছেন।

স্টুডেন্ট লাইফে এতসব কিছু করা অনেক কষ্টকর। যার জন্য পড়াশোনা সামলিয়ে তাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে প্রোডাক্টিভ কিছু করার।