চট্টগ্রামে বিভাগীয় সাইবার ট্রাইবুন্যাল আদালতে বিচারকের দিকে জুতা ছুড়ে মারলেন এক আসামি। ‘আমাকে জামিন দিচ্ছস না কেন’ বলে ওই আসামি জুতা ছুড়লেন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকার মো. মনির খান মঙ্গলবার (২৮ নভেম্বর) বিচারকাজ চলাকালীন এই কাণ্ড ঘটিয়েছেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২০২১ সাল থেকে কারাগারে রয়েছেন মনির খান। গ্রেপ্তারের পর থেকে কয়েকবার আবেদন করেও জামিন পাননি তিনি। আজ মঙ্গলবার আবারও তার জামিনের আবেদন শুনানির দিন ছিল। কিন্তু শুনানি শুরুর আগেই আদালতে তিনি ঘটান তুলকালাম কাণ্ড! বিচারক এজলাসে বসতেই গালিগালাজ করে তার দিকে ছুড়ে মারেন নিজের পায়ে দুই পাটি জুতা!
বিচারকের দিকে জুতা ছুড়ে মারা হলেও তা বিচারকের গায়ে লাগেনি। হঠাৎ এমন ঘটনায় সবাই রীতিমতো অবাক হন। এ সময় আদালতে দায়িত্বরত পুলিশ দ্রুত আসামিকে থামান।