আইন আদালত

আলোচিত 'শিশুবক্তা' রফিকুল ইসলাম মাদানী কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
আলোচিত 'শিশুবক্তা' রফিকুল ইসলাম মাদানী কারামুক্ত
কারাগার থেকে মুক্তি পেলেন ‘শিশুবক্তা’ খ্যাত হেফাজতে ইসলামের নেতা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। প্রায় আড়াই বছর পর তিনি কারামুক্ত হলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, শনিবার (৫ নভেম্বর) এই শিশুবক্তা কারাগার থেকে মুক্ত পেয়েছেন। হেফাজ ইসলামও এ তথ্য নিশ্চিত করেন। মুক্তি পেয়ে বাড়ির উদ্দেশে নেত্রকোনায় রওনা দিয়েছেন তিনি।

রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ছিল।  ডিজিটাল নিরাপত্তা আইনের পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। সব মামলায় জামিন পেলে তিনি মুক্তি পান।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে ২০২১ সালের ২৫ মার্চ বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ওই সময় বিক্ষোভ ও হেফাজতে ইসলামের ডাকা হরতাল থেকে ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাপক সহিংসতা হয়েছিল। রফিকুল ইসলাম মাদানীর ওয়াজে সহিংসতার উসকানি ছিল বলে দাবি করে র‍্যাব।