আইন আদালত

মির্জা আব্বাস ৫ ও হাসান সারওয়ার্দী ৮ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১ নভেম্বর, ২০২৩
মির্জা আব্বাস ৫ ও হাসান সারওয়ার্দী ৮ দিনের রিমান্ডে
নাশকতা ও বিস্ফোরক আইনে রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা বানানো কাণ্ডে পল্টন থানার মামলায় গ্রেফতার লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে একই আদালত চৌধুরী হাসান সারওয়ার্দীর রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আদালতে মির্জা আব্বাসকে হাজির করা হয়। আর মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে, চৌধুরী হাসান সারওয়ার্দীর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। এ সময় তাদের আইনজীবীরা জামিন চাইলেও তা নাকচ করে দেন বিচারক।

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর শাহজাহানপুর থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপরই তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

এছাড়া, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার মির্জা আব্বাসের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬।

আর মঙ্গলবার বিকেলে বাসা থেকে চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেফতার করে ডিবি।