আইন আদালত

হেফাজত নেতা মুফতি ইজাহারের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২০ মার্চ, ২০২২
হেফাজত নেতা মুফতি ইজাহারের কারাদণ্ড

দুদকের দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে ২ বছরের সাজা দিয়েছেন আদালত। 


রোববার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আবদুল মজিদ এ রায় দেন।


আদালত সূত্রে জানা যায়, মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী বাঁশখালীর বৈলছড়ি এলাকার মৃত কাজী আজিম আহমদ চৌধুরীর ছেলে। তিনি নগরের খুলশী থানাধীন লালখান বাজার আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ। নির্ধারিত সময়ে নোটিশ দেওয়ার পরেও সম্পদের বিবরণী জমা না দেওয়ায় ২০১৩ সালে খুলশী থানায় দুদকের সাবেক উপ-সহকারী পরিচালক মো. সিরাজুল হক এ মামলা করেন। ২০১৪ সালের ২১ এপ্রিল দুদক এ মামলায় অভিযোগপত্র দাখিলের পর ঐ বছরের ১২ মে অভিযোগ গঠন করেন আদালত। এরপর বিচারকার্য শুরু হয়। 


বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমদ লাভলু বলেছেন, দোষী সাব্যস্ত হওয়া মুফতি ইজাহারুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।


নানা ধরণের জঙ্গিবাদী কর্মকাণ্ডের জন্য দেশের কওমি অঙ্গনের শীর্ষ নেতা মুফতি ইজাহারুল ইসলাম ও তার ছেলে হারুন অনেক আগ থেকেই ব্যপক সমালোচিত। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ এর অন্যতম পৃষ্ঠপোষক ইজাহারুল ইসলাম এমন অভিযোগও পুরোনো নয়। এছাড়া আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা ও আল কায়েদার সঙ্গে ইজাহারের একসময়ের সম্পৃক্ততার তথ্য বিভিন্নসময় গণমাধ্যমে এসেছিল।