সাবেক নীল ছবি তারকা স্টর্মি ড্যানিয়েলসের সাথে সম্পর্কের ইস্যুতে মুখ বন্ধ রাখতে ঘুষ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। টানা এক বছরের তদন্ত শেষে আমেরিকার সাবেক এই প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে।
তবে অভিযোগের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনিই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট যিনি দেশটির ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্টর্মি ড্যানিয়েলস নামে ওই নারীর সঙ্গে তার সম্পর্ক গোপন রাখার জন্য এক লাখ ৩০ হাজার ডলার অর্থ প্রদান করেছে। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে এই ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম। বিষয়টি তদন্তের পর যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার পক্ষে ভোট দিয়েছে।
এই মামলার তদন্ত করছেন ম্যানহাটন ডিসট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগের দফতর।
এদিকে তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, বর্তমানে তারা ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রেসিডেন্টের আত্মসমর্পণের বিষয়টি সমন্বয় করার জন্য এই প্রচেষ্টা।
সাবেক এই প্রেসিডেন্ট আগামী সোমবার নিউইয়র্কে যাবেন বলে আশা করা হচ্ছে। পরদিন মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হতে পারে। শুনানির সময় তাকে অভিযোগ পড়ে শোনানো হবে।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি সাবেক নীল ছবির অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ প্রদানের জন্য তার তৎকালীন আইনজীবী মাইকেল কোহেনকে নির্দেশ দিয়েছিলেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দুই সপ্তাহের আগে এই ঘটনা ঘটে।
মূলত ট্রাম্পের সঙ্গে ওই নারীর সম্পর্কের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্যেই এমন ঘুষ দেন ট্রাম্প।