আন্তর্জাতিক

স্কুলে রুশ বোমা হামলা, ৬০ জনের মৃত্যুর শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৮ মে, ২০২২
স্কুলে রুশ বোমা হামলা, ৬০ জনের মৃত্যুর শঙ্কা

পূর্ব ইউক্রেনের গ্রাম বিলোহোরিভকার একটি স্কুলে রুশ বাহিনীর বোমা হামলা চালিয়েছে। আশঙ্কা করা হচ্ছে এ ঘটনায় নিহত হয়েছেন ৬০ জন।

 

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের মেয়র জানিয়েছেন, ইতোমধ্যে ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্কুলটির ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আরও ৫৮ জন নিহত হয়েছেন বলেও জানান তিনি।

 

ঘটনাস্থল থেকে জানা গেছে, ৭ মে শনিবার বিকেলে রুশ বাহিনী স্কুলে বোমা নিক্ষেপ করে। হামলার সময় স্কুল ভবনটিতে আশ্রয়ে ছিলেন ৯০ জন। বিস্ফোরণের কারণে পুরো দালানে আগুন লেগে যায় এবং ভবনটি পরিনত হয় ধ্বংসস্তূপে।

 

গভর্নর সেরহেই গাইদাই বলেন, আগুন নেভাতে সময় লেগেছে ৪ ঘণ্টা। দালানটির ধ্বংসস্তূপ পরিষ্কার করার পর ২ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ৩০ জনকে জীবিত অবস্থায় সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আহত হয়েছেন ৭ জন। অনুমান করা হচ্ছে ভবনটির নিচে চাপা পড়ে মারা গেছেন ৬০ জন।