বিনোদন

কোনো প্লাস্টিক নেই তবু চেহারায় বদল, নেপথ্যে কী জানালেন নয়নতারা

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
কোনো প্লাস্টিক নেই তবু চেহারায় বদল, নেপথ্যে কী জানালেন নয়নতারা
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা প্রায় দু’দশকেরও বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন। মালায়লম ছবির মাধ্যমে ২০০৩ সালে অভিনয়ের যাত্রা শুরু করেন তিনি। গত বছর শাহরুখ খানের বিপরীতে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবির মাধ্যমে বলিউডেও তার দাপুটে অভিষেক ঘটে। প্রথম হিন্দি সিনেমায় বলিউডের বাদশার সঙ্গে কাজ করে তিনি নিজেকে উপস্থাপন করেন নতুনভাবে। নয়নতারার ঝুলিতে বর্তমানে ৮৫টিরও বেশি সিনেমা আছে।
তবে সময়ের সাথে তার চেহারায় কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা নিয়ে অনেকেই ভেবেছেন যে, হয়তো তিনি প্লাস্টিক সার্জারি করেছেন। কিন্তু এ ধারণা ভুল বলে সম্প্রতি জানালেন নয়নতারা। প্লাস্টিক সার্জারির গুজবের বিষয়ে তিনি স্পষ্টভাবে বলেন, "ছুঁয়ে দেখুন, একটা প্লাস্টিকও পাবেন না।" নয়নতারা জানান, তার চেহারার এই পরিবর্তন অস্ত্রোপচারের কারণে নয়, বরং বেশ কিছু কৌশল ও ডায়েটের জন্য।
নয়নতারা আরও ব্যাখ্যা করেন যে, সময় সময় তিনি তার ভ্রুর গড়ন বদলে নেন, যা মুখের গঠনকেও প্রভাবিত করে। এর পাশাপাশি নিয়মিত ডায়েটের জন্যও তার চেহারায় পরিবর্তন আসে। বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিলার, বোটক্স ও নানা ধরনের কৃত্রিম পদ্ধতির ব্যবহার বেড়ে গেলেও নয়নতারার দাবি, তিনি এসবের কিছুই ব্যবহার করেননি। প্লাস্টিক সার্জারির বদলে স্বাভাবিকভাবে নিজের সৌন্দর্য ধরে রাখার উপরই তার আস্থা।
নয়নতারা তার জীবনকে ভীষণ ব্যক্তিগতভাবে রাখতে পছন্দ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি সংসার জীবন ও সন্তানদের নিয়েও সমানভাবে সময় দেন। তার এই সরল ও স্বাভাবিক জীবনযাপন তাকে দর্শকদের কাছে আরও প্রিয় করে তুলেছে।