বিনোদন

আমি যতবার মা হব, সৃজিত ততবার বাবা: স্বস্তিকা

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
আমি যতবার মা হব, সৃজিত ততবার বাবা: স্বস্তিকা
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সম্প্রতি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা *'টেক্কা'*তে অভিনয় করেছেন। সিনেমার টিজার প্রকাশের অনুষ্ঠানে তিনি জানান, সৃজিতের সিনেমায় আবারও মায়ের চরিত্রে অভিনয় করেছেন। স্বস্তিকা মজার ছলে বলেন, “আমি যতবার মা হব, সৃজিত ততবার বাবা।”
স্বস্তিকা জানান, তিনি এ বছর অনেক মায়ের চরিত্রে অভিনয় করেছেন এবং আর করতে চাননি। তবে সৃজিতের সিনেমার গল্প এতটাই চমৎকার ছিল যে, তিনি রাজি হন। সিনেমায় তাকে এক লড়াকু মায়ের চরিত্রে দেখা যাবে, যা দর্শকের কাছে ভিন্নরকম অভিজ্ঞতা এনে দেবে।