বিনোদন

শায়লা ভাবি' হয়ে ঝড় তুললেন মিথিলা।

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
শায়লা ভাবি' হয়ে ঝড় তুললেন মিথিলা।
এই ঈদে ‘শায়লা ভাবি’ চরিত্রে হাজির হয়ে দর্শক হৃদয়ে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

চাঁদরাতে প্রকাশ হয় ওয়েব সিরিজ ‌‌‘মাইশেলফ অ্যালেন স্বপন’। অভাবনীয় সাড়া ফেলেছে এ ওয়েব সিরিজটি।

সিরিজে ‌মিথিলা যেন পাল্লা দিয়ে অভিনয় করেছেন নাসির উদ্দিন খানের সঙ্গে। যে কারণে মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছেন তিনি।

কক্সবাজার সমুদ্রসৈকতে মাদকের ডিলার স্বপনের গল্প নিয়েই সিরিজটির কাহিনি। যেখানে দেখা যায়, মাদকবিরোধী অভিযানে আক্রান্ত হয়ে কোনোরকমে বেঁচে যায় অ্যালেন স্বপন।

তারপর একের পর এক রহস্য বের হয়ে আসতে থাকে গল্পে। নানা ক্লাইম্যাক্সে পুরো গল্পটি দর্শকদের আটকে রাখে।

মুক্তির পর থেকে ১০০ ঘণ্টার মধ্যে ১ কোটি মিনিট স্ট্রিমিংএর মাধ্যমে চরকির সব ধরনের স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়েছে এটি।

এছাড়া মুক্তির পর থেকে সিরিজটি নিয়ে দর্শকেরাও নানা রকম আলোচনা সমালোচনায় মেতেছেন। এমনকি, অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাসহ অন্যান্য অভিনয়শিল্পীও এ সিরিজ নিয়ে তাঁদের মতামত জানিয়েছেন। 

অনেকের মতে, নাটকে, সিরিজে কিংবা সিনেমায় মিথিলা এ পর্যন্ত যত চরিত্রে অভিনয় করেছেন, তারমধ্যে এটি ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। আর সেখানে অভিনয় দিয়ে নিজের স্থান যেন আরও পাকাপক্ত করে নিলেন তিনি।

মিডিয়া পাড়ায় মিথিলার যাত্রা শুরু হয়েছিল ২০০২ সালে শুরু মডেলিংএর মাধ্যমে। এরপর বাংলাদেশের বেশ কিছু প্রথম সারির সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন এই অভিনেত্রী। 

মডেলিং করতে করতেই আসে অভিনয়ের সুযোগ। মিউজিক অ্যালবাম দিয়ে শুরু করে এরপর নাটক, টেলিফিল্ম। 

খুব সহজেই বেশ জনপ্রিয়তা অর্জন করেন ছোটপর্দায়। এখন সিনেমাতেই ফোকাস করতে চান তিনি। 

সেজন্য দুই বাংলার সিনেমাতেই সমানতালে কাজ করে যাচ্ছেন মিথিলা। এই দুটি ছবি ছাড়াও তার হাতে রয়েছে বেশ কিছু ছবির কাজ। 

ইতিমধ্যে তিনি কলকাতার ‘মায়া’, *A রিভার ইন হ্যাভেন’, ‘নীতিশাস্ত্র’ সিনেমায় অভিনয় করেছেন। যেগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়। 

অন্যদিকে দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে  আরও দুই সিনেমা। এছাড়াও কাজ করেছেন গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমায়।

অভিনয় ছাড়াও কোনো না কোনো বিষয় নিয়ে প্রায় সময়ই খবরের শিরোনামে থাকেন মিথিলা। বিশেষ করে ব্যক্তিজীবন নিয়ে বরাবরই সমালোচিত তিনি।

২০০৬-এর আগস্টে এই অভিনেত্রী বিয়ে করেন গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানকে। 

২০১৩ সালে জন্ম হয় তাদের একমাত্র মেয়ে আইরা তেহরিম খানের। তাহসান-মিথিলার এগারো বছরের দাম্পত্য ভেঙে যায় ২০১৭ সালে।

এরপর আরও কয়েকজনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন রটেছে। যদিও এসব নিয়ে কখনোই মিডিয়ার সামনে মুখ খুলেননি তিনি। 

বছর দুয়ের বিরতির পর ৬ ডিসেম্বর ২০১৯ সালে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। 

সৃজিতকে বিয়ে করার পর আরও বেশি সমালোচনার মুখে পড়তে হয় তাকে। 

নিজের সোশ্যাল মিডিয়া পাতাতে কোনো পোস্ট করলেও নেটিজেনদের অসংখ্য কটূক্তি দেখা যায় সেখানে।

তবে সব সমালোচনাকে পেছনে ফেলে দুই বাংলাতেই এখন সমান তালে দাপিয়ে বেড়াচ্ছেন মিথিলা।চরকিতে শায়লা ভাবি চমকের পর মিথিলা এখন অপেক্ষায় আছেন টলিউডের ‘মায়া’য়।

শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অনুপ্রেরণায় তৈরি রাজর্ষি দে’র এই ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে এই এপ্রিলে। যাতে মাহিরা থেকে মায়া হয়ে ওঠার গল্প উঠে আসবে মিথিলার মধ্য দিয়ে।

ওটিটি আর ছোটপর্দায় সফলতার পর দুই বাংলার দর্শকরা বড় পর্দায় তাকে কতটা আপন করে নেয় সেটাই এখন দেখার বিষয়।