শাহরুখ পুত্র আরিয়ান, প্রতারক সুকেশ নাকি অন্য কেউ? কার সাথে প্রেম প্রেম করেছেন নোরা ফাতেহি? প্রেমের রাজ্যে কার বশ্যতা মেনেছেন এই তারকা?
বর্তমানে নোরা ফাতেহি মানেই সুপারহিট আয়োজন। অসাধারণ নাচের মাধ্যমে বলিউডের ড্যান্স কুইন তকমা বাগিয়ে নিয়েছেন তিনি। রাজত্ব করছেন লাখো ভক্ত হৃদয়ে।
কিন্তু মরোক্কান এই সুন্দরি ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কিছু প্রকাশ করেন না। তার প্রেম কিংবা বিচ্ছেদ নিয়ে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই।
কিছুদিন আগেই শাহরুখ পুত্র আরিয়ানের সাথে জড়িয়েছিলো নোরা ফাতেহির নাম। গুঞ্জন শোনা গিয়েছিলো, বেশ কিছুদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন তারা, একসাথে ঘুরতে যাচ্ছেন বিভিন্ন জায়গায়।
এ নিয়ে চাঞ্চল্য পড়ে গিয়েছিলো সামাজিক মাধ্যমে। কারণ বয়সে শাহরুখ পুত্রের চেয়ে ৫ বছরের বড় নোরা ফাতেহি। তাদের এমন প্রেম শাহরুখ মেনে নিবেন কিনা এমন প্রশ্নও তুলেছিলেন কেউ কেউ।
মূলত চলতি বছরের শুরুতে আরিয়ান খান এবং নোরা ফাতেহির একটি ছবি ভাইরাল হয়। ছবিটি তোলা হয়েছিলো দুবাইয়ে অনুষ্ঠিত নববর্ষের এক পার্টিতে।
যেখানে নোরা-আরিয়ান ছাড়া আরো অনেক তারকা অংশ নিয়েছিলেন। এই ছবি দেখেই তাদের মধ্যে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
যদিও বিষয়টি স্বীকার করেন নি তারা কেউ। এরপর- এ নিয়ে বেশি কোন প্রমাণ ও পাওয়া যায়নি।
তবে আরিয়ানের সাথে না হলেও নোরা ফাতেহি প্রেমের সম্পর্কে ছিলেন এক সময়। ভালোবেসে প্রতারিত হয়েছিলেন তিনি। যা নিজের মুখে স্বীকার ও করেছেন।
সেবার প্রতারিত হয়ে ভীষন কষ্ট পেয়েছিলেন এই মরোক্কান সুন্দরি। দুই মাস ছিলেন ডিপ্রেশনে। কাজ করেতে পারেননি। বিছানায় শুয়ে কান্না করেছেন রাতভর।
যদিও এত কষ্ট দেয়া সেই প্রেমিকের নাম প্রকাশ করেননি নোরা। তবে গনমাধ্যমের তথ্য অনুযায়ী নোরার সেই প্রেমিক ছিলেন বলিউড অভিনেতা আঙ্গদ বেদি।
একসময় নাকি খুবই ঘনিষ্ঠ ছিলেন তারা। কিন্তু শেষমেশ নোরার ভালোবাসাকে প্রতারিত করেন আঙ্গদ। গোপনে সম্পর্কে জড়ান নেহা ধুপিয়ার সাথে।
সেই খবর পাওয়ার পরেই মন ভেঙ্গেছিলো নোরা ফাতেহির। যার জন্য দিনের পর দিন চোখের পানি ফেলেছেন তিনি।
সেই ঘটনার পর আরো বড় বিপদে পড়েন নোরা ফাতেহি। ভারতের কুখ্যাত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সাথে তার নাম জড়িয়েছে। সুকেশের সাথে সখ্যতা করে নাকি দামি দামি উপহার নিয়েছেন নোরা।
যদিও এসব কথা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী। আদালতের কাছে তিনি জানিয়েছেন, সুকেশ তাকে বান্ধবী হবার বিনিময়ে গাড়ি বাড়ির অফার দিয়েছিলো। তবে তিনি সেসব গ্রহণ করেননি।
বর্তমানে নোরা ফাতেহি কারো সাথে প্রেম করছেন কিনা, এমন কোন নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। তবে কিছুদিন আগে নিজের পছন্দের এক নায়কের প্রতি ভালো লাগার কথা জানিয়েছিলেন তিনি।
সুদর্শন সেই নায়ক হচ্ছেন ঋত্বিক রোশন। এক অনুষ্টানে নোরা বলেন, ঋত্বিকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। এই নায়কের নাচ অনেক ভালোলাগে তার।
নোরার এমন মন্তব্য চাঞ্চল্যকর হলেও তা নিয়ে কোন গুঞ্জন ছড়ায়নি। মূলত ঋত্বিকের প্রতি ভালোলাগা এবং শ্রদ্ধা থেকে এই মন্তব্য করেছিলেন তিনি।
তাছাড়া ঋত্বিক নিজের প্রেমিকা সাবা আজাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। তাই নোরা ফাতেহির সাথে তার নাম খুব একটা জড়ায়নি।
বলিউডের এই মরোক্কান সুন্দরির বয়স বর্তমানে ৩১ বছর চলছে। ক্যারিয়ারে সফলতার তুঙ্গে রয়েছেন তিনি।
বলিউডে নিজের জায়গা করেছেন পাকাপোক্ত। পারফর্ম করছেন ফুটবল বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে।
সব মিলিয়ে তার জনপ্রিয়তা এখন আন্তর্জাতিক অঙ্গনে। ব্যক্তিগত জীবনে তার বর্তমান কোন সম্পর্কের কথা জানা যায়নি।
তবে বলিউডে ইদানীং বিয়ের ধুম চলছে। তরুণ অভিনেত্রীরা বিয়ের পিড়িতে বসছেন প্রকাশ্যে। এভাবে নোরা ফাতেহিও হয়তো সারপ্রাইজ দেবেন কখনো, এমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।