শিক্ষা

শিক্ষা জাতি গঠনের প্রধান হাতিয়ার : প্রধান উপদেষ্টা

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
শিক্ষা জাতি গঠনের প্রধান হাতিয়ার : প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "শিক্ষা জাতি গঠনের প্রধান হাতিয়ার", যা একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে অপরিহার্য। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে তিনি সাক্ষরতা ও শিক্ষা প্রসারের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, দেশের মানুষকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক শিক্ষার সমন্বয় প্রয়োজন। মায়ের ভাষায় সাক্ষরতার পাশাপাশি এক বা একাধিক ভাষা শেখার সুযোগ তৈরি করতে হবে, যা নতুন প্রজন্মের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে সহায়ক হবে। এতে ব্যক্তি, সমাজ এবং দেশ—সবকিছুর উন্নয়ন ঘটবে।
ড. ইউনূস আরও বলেন, “বহু ভাষায় শিক্ষার প্রসার" একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা বিশ্বজুড়ে সংস্কৃতি ও যোগাযোগের মধ্যে দৃঢ় বন্ধন তৈরি করবে। শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি একটি জাতির উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি।
এ বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ছিল "বহুভাষিক শিক্ষার প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা", যা বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক বলে তিনি মন্তব্য করেন।