পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যান্যবারের এবারও বোর্ডগুলোর তরফে কিছু নির্দেশনা থাকছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে যেতে হবে। প্রশ্নপত্রে থাকা নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে।
বোর্ডের রুটিন অনুযায়ী ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারির ১৫ তারিখ। আর পরীক্ষা শেষ হবে একই বছরের ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।