অপরাধ

প্রেমিকের দেয়া আগুনে পুড়ে মারা গেলেন সেই অ্যাথলেট

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
প্রেমিকের দেয়া আগুনে পুড়ে মারা গেলেন সেই অ্যাথলেট
প্রেমিকের দেওয়া আগুনে পুড়ে মারা গেলেন উগান্ডার নারী অ্যাথলেট রেবেকা চেপতেগুই। গত মাসে প্যারিস অলিম্পিকের ম্যারাথনে অংশগ্রহণকারী এই অ্যাথলেটকে সাবেক প্রেমিক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার চার দিন পর বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়।
উগান্ডার জন্ম নেওয়া হলেও রেবেকা কেনিয়ায় বসবাস করতেন, এবং এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কেনিয়ার এলডোরেটর শহরে। আগুন দেয়ার পর রেবেকা সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হন, যেখানে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত থেকে তার শরীরের কোনো অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছিল না, এবং বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। প্যারিস অলিম্পিকে মেয়েদের ম্যারাথনে ৪৪তম স্থান অর্জন করা ৩৩ বছর বয়সী রেবেকা চেপতেগুইয়ের মৃত্যুতে উগান্ডা অলিম্পিক কমিটির সভাপতি ডোনাল্ড রুকার শোক প্রকাশ করেছেন।