ফেনী পৌরসভার ৬ নং ওয়ার্ডের ফলেশ্বর এলাকায় সাবেক এক কাউন্সিলরের বাসায় গৃহকর্মী মাসুদা বেগমকে জবাই করে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত রাফি (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফেনী।
গত ২৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে হত্যাকাণ্ডের পরপরই পিবিআই ঘটনাস্থলে ছায়া তদন্ত শুরু করে। গোপন তথ্য সংগ্রহ ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাফিকে সনাক্ত করে। অভিযুক্ত রাফি ফেনীর একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ বর্ষের ছাত্র।
জিজ্ঞাসাবাদে জানা যায়, রাফি অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে আর্থিক সমস্যায় পড়ে। ঘটনার দিন সাবেক কাউন্সিলরের বাড়িতে চুরি করতে গেলে গৃহকর্মী মাসুদা বেগম তাকে দেখে ফেলেন। ধরা পড়ার ভয়ে রাফি মাসুদা বেগমকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।
উল্লেখ্য ৮ জানুয়ারি ২০২৫ পিবিআই প্রধান জনাব মোস্তফা কামাল, অতিরিক্ত আইজিপি মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে, ফেনী পিবিআই এর পুলিশ সুপার জনাব জয়িতা শিল্পী পিএসসি এর নেতৃত্বে একটি চৌকস টীম নোয়াখালী ও চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে আনুমানিক ভোর ৫:০০ টার দিক চট্টগ্রামের হাটহাজারী থেকে ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতার সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ চলছে। ইতোমধ্যে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তি ঘটনার সাথে সম্পৃক্ততার কথা এবং ঘটনার মূল রহস্য স্বীকার করেছে। পিবিআই-এর নিরলস প্রচেষ্টা ও তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটন এবং অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।