অপরাধ

খাগড়াছড়িতে আলোচিত গণধর্ষণের ঘটনায় ৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
খাগড়াছড়িতে আলোচিত গণধর্ষণের ঘটনায় ৩ জন গ্রেফতার
খাগড়াছড়ির রামগড়ে এক নারীকে গণধর্ষনের ঘটনায় তিন ধর্ষককে গ্রেফতার করেছে খাগড়াছড়ি পুলিশ। বুধবার সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন আলোচিত গণধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার ও ঘটনার বর্ণনা দেন।মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রামগড়ের নাকাপা থেকে  ইউসুপ,রানা ও ফয়সালকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ সুপার।  

নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুক্তা ধর আরো জানান , ২২ আগস্ট রাতে নাকাপা এলাকায় ধর্ষকেরা এক নারী ও তার মেয়েকে তুলে নিয়ে বাড়ির পাশে কলা বাগানে নিয়ে । এসময় মেয়ে দৌড়ে পালালেও ধর্ষকেরা এই নারীকে গণধর্ষণ করে। পরে মেয়ের চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষকেরা দৌড়ে পালায়। 

এই ঘটনার প্রেক্ষিতে অভিযান চালিয়ে খাগড়াছড়ি পুলিশ তিন ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার। এবং গ্রেফতারকৃতদের আদালতে তোলা হবে জানিয়েছে পুলিশ।

ঘটনার সূত্রে রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের এর পাশাপাশি ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ করে বিভিন্ন পাহাড়ি সংগঠন।