সারাদেশ

গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কয়েকজন অজ্ঞাত হামলাকারী ব্যাংকের প্রধান ফটক ভাঙার চেষ্টা করে এবং পরপর তিনটি পেট্রলবোমা বিস্ফোরণ ঘটায়।

গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক রেহানা পারভিন জানান, রাতে ব্যাংকের নিরাপত্তাপ্রহরী ভেতরে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তিনি বাইরে তাকিয়ে দেখেন ৭–৮ জন দৌড়ে পালিয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পর আবার তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তিনি বলেন, “তিনটি পেট্রলবোমার বিস্ফোরণ হয়েছে। এর মধ্যে একটি ব্যাংকের সীমানার ভেতরে পড়েছে। এতে ব্যাংকের বাইরের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে।” ঘটনাটির পর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে রয়েছেন বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের নীরবতা ভেঙে ধারাবাহিক বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। চারদিকে পেট্রলের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে।

গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি। বাইরে সাইনবোর্ড আংশিক পুড়ে গেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতনদের জানিয়েছি। তারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে পরামর্শ দিয়েছেন।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক জানান, পুলিশের টহল থাকায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি।