সারাদেশ

মধ্যরাতে রাজধানীতে তিন বাস ও প্রাইভেটকারে আগুন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
মধ্যরাতে রাজধানীতে তিন বাস ও প্রাইভেটকারে আগুন
রাজধানীতে সোমবার দিবাগত রাতে পরপর তিনটি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যাত্রাবাড়ী, রায়েরবাগ, উত্তরা ও বসুন্ধরা এলাকার এসব ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন গণমাধ্যমে বলেন, মধ্যরাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত রাজধানীর চারটি স্থানে অগ্নিকাণ্ড ঘটে। সব জায়গাতেই ফায়ার সার্ভিসের দল দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত ১২টা ৫৪ মিনিটে রায়েরবাগ এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াইটার মধ্যে আগুন নেভায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটিতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাত ২টা ৩৫ মিনিটে ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

সর্বশেষ ভোর ৪টার দিকে উত্তরা সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দল ৪টা ২০ মিনিটে আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, পোড়া তিনটি বাসই তখন সড়কের পাশে পার্কিং করা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে।

তবে এসব ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস বলছে, প্রতিটি স্থানে আগুন নেভানোর পর নিরাপত্তা নিশ্চিত করে তবেই দলগুলো ঘটনাস্থল ত্যাগ করেছে।

পরপর কয়েকটি অগ্নিকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে রাতের শেষভাগে উত্তরা ও বসুন্ধরা এলাকায় আগুনের শিখা ও ধোঁয়া দেখে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাগুলোর তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।