সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর ও ধানমন্ডি এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এছাড়া সন্ধ্যা সাড়ে ছয়টায় খিলগাঁও ফ্লাইওভারের ওপর আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিস্ফোরণ ঘটানো ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ ধারণা করছে, ফুটওভার ব্রিজ থেকে কেউ বিস্ফোরণ ঘটাতে পারে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, বাসে থাকা শিক্ষার্থীরা দ্রুত নিরাপদে নেমে আসতে সক্ষম হওয়ায় কোনো হতাহত হয়নি।
উল্লেখ্য, সোমবার সকাল থেকেও রাজধানীতে নাশকতার একাধিক ঘটনা ঘটে। এর মধ্যে:
সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর চারটি স্থানে সাতটি ককটেল বিস্ফোরণ ঘটে, যার মধ্যে মিরপুর, মোহাম্মদপুর এবং ধানমন্ডি এলাকা অন্তর্ভুক্ত।
ভোরে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাস এবং মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, সকল ঘটনাতেই দুর্বৃত্তরা জড়িত এবং জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।