সারাদেশ

মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে আগুন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে আগুন
রাজধানীর মিরপুরে শতাব্দী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১-এর সনি সিনেমা হলের সামনে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

ফায়ার সার্ভিস ও পুলিশের সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনে বাসটির সামনের দিকের কয়েকটি আসন পুড়ে যায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। তবে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আযম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মিরপুর-২ দিক থেকে সনি সিনেমা পেরিয়ে নিউমার্কেটগামী বাসটিতে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি হঠাৎ আগুন ধরিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হয়েছে।

ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

এ ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।