গাজীপুর মহানগরের টঙ্গীর মিলগেট এলাকায় শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, টিনশেডের তৈরি তুলার গুদামে হঠাৎ আগুন লাগে। স্থানীয় লোকজন প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গীসহ আশপাশের ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, ঘটনাস্থলের কাছাকাছি পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় অনেক দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তাত্ক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।