“যতদিন বেঁচে থাকবো, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকবো”— এই দৃঢ় উচ্চারণেই আবারও আলোচনায় মুক্তিযুদ্ধের কিংবদন্তি, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।
রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
জামিনের আদেশের পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধ তাঁর জীবনের অনুপ্রেরণা, আর বঙ্গবন্ধু তাঁর চিন্তা ও চেতনার প্রতীক। তিনি মনে করিয়ে দেন, বঙ্গবন্ধুর নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছিল, আর সেই মুক্তিযুদ্ধের আদর্শ নিয়েই তিনি আজও বেঁচে আছেন
মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে। মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু আমার ধ্যান-জ্ঞান, আমার চিন্তা-চেতনা। যতদিন বেঁচে থাকব—মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকব, স্বাধীনতা নিয়ে বেঁচে থাকব, বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকব।
সিদ্দিকী বলেন আরো বলেন, বিচার বিভাগের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। লতিফ সিদ্দিকীর জামিনের মাধ্যমে তা আবারও প্রমাণ হলো। আশা করি, যাদের অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে, সরকার তাদের মুক্তি দেবে।
লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছিল। মামলায় জামিন পাওয়ার পর বিএনপি ও গণতান্ত্রিক শিবিরে স্বস্তির বার্তা ছড়িয়ে পড়ে।