ময়মনসিংহের গৌরীপুরে অস্থিরতা সৃষ্টির অভিযোগ উঠেছে। সুব্র হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রিয়াদুজ্জামান রিয়াদ জেলের ভিতর থেকে মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এলাকায় নাশকতার ইন্ধন দিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএনপির মনোনয়ন না পাওয়ায় রিয়াদের ভাই আহমেদ তাইয়ুবুর রহমান হিরন ক্ষোভ প্রকাশ করেন। এরপর রিয়াদ জেল থেকে তার অনুসারীদের জ্বালাও-পোড়াও, অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় রাজনৈতিক মহল বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
উল্লেখ্য, রিয়াদুজ্জামান রিয়াদ শুভ্র হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত। বর্তমানে তিনি কারাগারে থাকলেও তার কর্মকাণ্ডে গৌরীপুরের সাধারণ জনগণ উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।